গাজায় আরও ২৬ ফিলিস্তিনের মৃত্যু, জাতিসংঘের ছয়টি স্কুল বন্ধ করল ইসরাইল

১ সপ্তাহে আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। মঙ্গলবার (৮ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে, গাজায় ইসরাইলের হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ কর্মকর্তা ফিলিপ লাজ্জারিনি সামাজিকমাধ্যম এক্সে জানান, মঙ্গলবার সকালে, ইসরাইলি নিরাপত্তা বাহিনী এবং ইসরাইলের অন্যান্য কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ছয়টি ইউএনআরডব্লিউএ স্কুলে জোরপূর্বক প্রবেশ করেন। তারা ৩০ দিনের মধ্যে স্কুলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন।’

 

লাজ্জারিনি বলেন, এই নির্দেশের মাধ্যমে প্রায় ৮০০ ছেলে-মেয়ে সরাসরি প্রভাবিত হবে এবং এই বছর তাদের স্কুল শেষ করতে না পারার আশংকাও রয়েছে।

 

আরও পড়ুন:গাজার রাফাহ শহরে এবার ভয়াবহ বিস্ফোরণ

 

এদিকে এক বিবৃতিতে, জেরুজালেম গভর্নরেট এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ইসরাইলি বাহিনী পূর্ব জেরুজালেমের জাতিসংঘের শরণার্থী সংস্থা পরিচালিত স্কুলগুলোতে আসেন এবং ৮ মে থেকে স্কুল বন্ধ রাখার জন্য একটি সামরিক আদেশ জারি করেন।


এই আদেশ অনুসারে, ৮ মের পর অধ্যক্ষ, শিক্ষক এবং অন্যান্য কর্মীসহ কাউকে স্কুল ভবনে প্রবেশ করতে দেয়া হবে না।


এই আদেশ লঙ্ঘন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও আদেশে বলা হয়েছে।

 

এ বিষয়ে ইসরাইল স্কুল খোলার লাইসেন্স না থাকার কারণ উল্লেখ করেছে এবং কতদিন স্কুলটি বন্ধ থাকবে তা নির্দিষ্ট করেনি।

 

এদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত চালানো হামলায় ২৬ জন নিহত হন। 

 

আরও পড়ুন:ময়নাতদন্ত / গাজার ১৫ স্বাস্থ্যকর্মীকে ‘হত্যার উদ্দেশ্যে’ গুলি করা হয়

 

এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর সময় থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় কমপক্ষে ৫০ হাজার ৮১০ ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন