যুদ্ধ-পরবর্তী ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য অন্তর্বর্তীকালীন সংস্থা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্য প্রশাসনের সাথে ব্লেয়ারের আলোচনার পর এই তথ্য সামনে এলো।
বিবিসি এবং দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের মতে, এই পরিকল্পনায় জাতিসংঘ এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থনে ব্লেয়ার কর্তৃপক্ষের নেতৃত্ব দিতে পারেন।
আরও পড়ুন:ইরানকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র!
ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সাবেক ব্রিটিশ নেতা, যিনি ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্য শান্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন, তাকে তাদের তত্ত্বাবধান বোর্ডে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল।
টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ, (একটি অলাভজনক সংস্থা) এই প্রতিবেদনগুলোর বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
গত সপ্তাহে ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন শান্তি পরিকল্পনায় তার অংশগ্রহণের খবর প্রকাশের পর ব্লেয়ারের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তিনি অন্যান্য পক্ষের সাথে সংঘাত বন্ধ করার জন্য একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
তবে, তারা উল্লেখ করেছে, তিনি গাজার বাসিন্দাদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার কোনো প্রস্তাব সমর্থন করবেন না এবং এই অঞ্চলের জন্য যে কোনো অন্তর্বর্তীকালীন শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ক্ষমতা ফিরিয়ে দেবে।
দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে আরও বলেছে যে, ‘গাজা আন্তর্জাতিক ট্রানজিশনাল অথরিটি’ নামে পরিচিত হতে পারে এই কর্তৃপক্ষ। যা ফিলিস্তিনিদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের আগে পাঁচ বছরের জন্য সর্বোচ্চ রাজনৈতিক ও আইনি কর্তৃপক্ষ হতে জাতিসংঘের ম্যান্ডেট চাইবে।
এতে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের ২৫ জন সদস্যের একটি সচিবালয় এবং সাত সদস্যের একটি বোর্ড থাকবে।
এদিকে, বিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে এটি গাজার দক্ষিণ সীমান্তের কাছে মিশরে অবস্থিত হবে এবং নিরাপদ হওয়ার পর গাজায় স্থানান্তরিত হবে।
অন্যদিকে, সাবেক মোসাদ প্রধান ইয়োসি কোহেন শুক্রবার বিবিসি রেডিওকে বলেন, আমি এই ধারণাটি পছন্দ করেছি। ব্লেয়ারকে অসাধারণ ব্যক্তি বলেও অভিহিত করেন।
বলেন, যদি তিনি এই দায়িত্ব নিতে ইচ্ছুক হন, যা বিশাল, তবে আমি মনে করি গাজার জন্য একটি আশা আছে।
আরও পড়ুন:নেতানিয়াহুর ভাষণ: কোন কোন দেশ ওয়াকআউট করল, বাংলাদেশও কি ছিল?
যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আগস্ট মাসে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন বলে জানা গেছে।
সূত্র: আরব নিউজ
]]>