প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের ধোঁয়া এবং ধুলোয় সম্পূর্ণরূপে ঢেকে গেছে রাফার পূর্বাঞ্চল।
শেষ খবর পাওয়া পর্যন্ত, শহরের তাল আস-সুলতান এলাকায় জরুরি উদ্ধারকারীরা প্রচণ্ড গোলাগুলির মধ্যেই আহতদের সরিয়ে নেয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।
তবে এই বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা /ইসরাইলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিলো ইয়েমেন!
এদিকে, গাজা শহরের দক্ষিণে একটি বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
সেখানে বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
এ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা কমপক্ষে ১৯ জনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনে একদিনেরও কম সময়ে ৩০ বিমান হামলা যুক্তরাষ্ট্রের!
]]>