গাজার ক্ষুধার্ত মানুষের ছবি নিয়ে জাতিসংঘের মঞ্চে এরদোয়ান

১ সপ্তাহে আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অধিবেশনে তিনি গাজার ক্ষুধার্ত মানুষের ছবি প্রদর্শন করেছেন।

গাজার বাসিন্দাদের অভুক্ত রাখা ইসরাইলের তীব্র সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আপনার বিবেককে উপলব্ধি করুন আর এই প্রশ্নগুলোর উত্তর দিন। ২০২৫ সালের এমন বর্বরতার জন্য জন্য আমাদের কি যুক্তিসঙ্গত কোনো কারণ আছে? এই লজ্জাজনক ছবি গাজায় হচ্ছে এবং গত ২৩ মাস ধরে বারবার হচ্ছে।’

 

গাজা যুদ্ধ মানবতার ক্ষেত্রে একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি অপুষ্টিতে ভোগা আরেকটি শিশুর ছবিও বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

 

আরও পড়ুন: গাজা ইস্যুতে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক, কী আলোচনা হলো?

 

এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও  বেশ কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নেতাদের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে বৈঠক ছিল ‘খুবই ফলপ্রসূ’।

 

আরও পড়ুন: ট্রাম্পকে নোবেল পুরস্কার পাওয়ার ‘উপায়’ বাতলে দিলেন ম্যাক্রোঁ

 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হবে। বৈঠকের ফলাফলে সন্তোষ প্রকাশ করলেও বিস্তারিত কিছু জানাননি তিনি।

 

ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরাইলের হামলার কড়া সমালোচনা করেছে এবং এটিকে গণহত্যা আখ্যা দিয়েছে। দেশটি ইসরাইলের সঙ্গে সবধরনের বাণিজ্য বাতিল করেছে। একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

 

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

]]>
সম্পূর্ণ পড়ুন