গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল: বার্নি স্যান্ডার্স

২১ ঘন্টা আগে
গাজায় ইসরাইলের আগ্রাসনকে সরাসরি গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি যুক্তরাষ্ট্রে প্রথম সিনেটর যিনি গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন ঘোষণা দেয়ার পর বুধবার (১৭ সেপ্টেম্বর) স্যান্ডার্স এ মন্তব্য করেন।তিনি বলেন, গাজায় ইসরাইলের হামলা গণহত্যার শামিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

 

স্যান্ডার্স আরও বলেন, ইসরাইলি কর্মকর্তাদের প্রকাশ্যেই গাজাকে ধ্বংস করার আহ্বান, ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে ফেলার হুমকি এবং ক্রমবর্ধমান মৃত্যুর মিছিল ও দুর্ভিক্ষ এই সত্যকে প্রমাণ করছে। তিনি বলেন, ‘হামলার উদ্দেশ্য স্পষ্ট। আর তাই সিদ্ধান্তও অনিবার্য— ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।’ 

 

এছাড়া বুধবার স্যান্ডার্সের মতোই ইসরাইলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন মার্কিন কংগ্রেসওম্যান বেকা বালিন্ট। ভেরমন্ট অঙ্গরাজ্যের এই ইহুদি বংশোদ্ভূত প্রতিনিধি এক নিবন্ধে লেখেন, ‘এই মুহূর্তে শিশু ও নবজাতকেরা অনাহারে মরছে, অথচ চরমপন্থি ইসরাইলি সরকার ত্রাণ আটকে দিয়ে বেসামরিকদের ওপর হামলা চালাচ্ছে। এটি কেবল যুদ্ধের করুণ প্রাণহানি নয়, বরং পরিকল্পিতভাবে ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ধ্বংসের চেষ্টা।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন