শোবিজ অঙ্গনের অনেকেই প্রতিবাদ করেছেন গাজায় এমন গনহত্যা নিয়ে। এবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করলেন ঢাকাই চিত্রনায়ক ওমর সানি।
এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, 'হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।'
আরও পড়ুন: গাজাবাসীদের পাশে দাঁড়িয়ে কী বললেন শুভ-সাদিয়া?
আরেক পোস্টে এই নায়ক লেখেন, 'আল্লাহ তুমি আমাকে প্যালেস্টাইন কে যেভাবে ধ্বংস দেখিয়েছো, আমার নবীর কসম, ইসরাইলকে সেভাবে তার চেয়ে আরও কঠিন ধ্বংস দেখতে চাই।'
ওমর সানীর এই প্রতিবাদের সঙ্গে একমত তার সকল ভক্তরা।
আরও পড়ুন: গাজা যখন রক্তাক্ত, তখন পৃথিবীর নীরবতা অপরাধ: কেয়া পায়েল
ওমর সানী ছাড়াও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কথা বলেছেন শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান, নির্মাতা আশফাক নিপুণসহ অনেকে।
]]>