বুধবার (৩০ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশনের (এমএপিআইএম) ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে নগদ অর্থ হস্তান্তর করা হয়।
এ সময় চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ন-আহবায়ক ফারুকুল ইসলাম ফারুক, যুগ্ন-আহবায়ক সাদেক উল্লাহ, ওআইসি টুডে’র সাইদ হক ও এমএপিআইএম-এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএপিআইএম ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নাল মানবিক সহায়তা সংগ্রহের কাজে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণের কথা তুলে ধরে চট্টগ্রামবাসী ও বাংলাদেশের মানুষের প্রশংসা করেন।
আরও পড়ুন: মালয়েশিয়া / বাংলাদেশি কর্মীদের বিদায় জানাতে বিমানবন্দরে নিয়োগকর্তা
সেই সঙ্গে নির্যাতিত ও নিপীড়িত গাজাবাসীর জন্য মালয়েশিয়ায় চট্টগ্রাম সমিতির সদস্যদের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জুহানিস জয়নাল চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার প্রতিনিধিদের কাছে এমএপিআইএম-এর কার্যক্রম তুলে ধরেন। এছাড়া তিনি প্রবাসীদের জন্য সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পসহ অন্যান্য সেবা দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে মানবিক সহায়তা সংগ্রহের জন্য এমএপিআইএম-এর পক্ষ থেকে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার সদস্যদের ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
]]>