রোববার (৬ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে গাজাবাসীদের নির্যাতন প্রসঙ্গে শাকিব লেখেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক!
তিনি আরও লেখেন, দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা!
আরও পড়ুন: ‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার!
সবশেষে এ অভিনেতা লেখেন, তাদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।
আরও পড়ুন: গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরাইলের হামলা, বেশ কয়েকজন হতাহত
মানবতার পাশে দাঁড়ানো হৃদয় ছোঁয়া এমন পোস্টে আবেগতাড়িত শাকিব ভক্তরা। নেটিজেনরা শাকিবের এ মতামতে সহমত জানান। মন্তব্যের ঘরে গাজাবাসীদের হেফাজত কামনা করেন।
]]>