গাজাগামী ত্রাণবহর আটক: কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

১ সপ্তাহে আগে
ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজ ইসরাইলের আটক করার প্রতিবাদে কুয়ালালামপুরের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর থেকে শুরু হওয়া এই বিক্ষোভে পুলিশ অংশগ্রহণকারীদের দূতাবাসের মূল ফটকের কাছে যেতে বাধা দেয়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাবেশের অনুমতি ছিল বিকেল ৪টা থেকে। তাই এর আগে জড়ো হওয়া বেআইনি। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করায় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

 

প্রতিবাদকারীরা ইসরাইলের পদক্ষেপের নিন্দা জানান এবং আটকে রাখা ত্রাণকর্মী ও স্বেচ্ছাসেবকদের মুক্তির দাবি করেন।

 

বিক্ষোভে অংশ নেয়া ৩২ বছর বয়সি আহমেদ হান্নাফি বলেন, আমি এখানে এসেছি ফিলিস্তিনি জনগণের প্রতি মানবিক সংহতি জানাতে, যারা বছরের পর বছর ধরে হামলার শিকার হচ্ছে এবং ত্রাণ পেতেও বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের বন্ধুরা কোনো অস্ত্র বহন করছিল না কেবল দুধ, খাবার ও ওষুধ। শান্তিপূর্ণ মানবিক মিশনে যদি এমন আচরণ করা হয়, তাহলে ন্যায়বিচারের আশা কোথায়?

 

আরও পড়ুন: ইসরাইলের হাতে মালয়েশিয়ার ২৩ নাগরিক, আনোয়ার ইব্রাহিমের হুঁশিয়ারি

 

সুমুদ নুসান্তারা কমান্ড সেন্টার (এসএনসিসি) দুপুর ১টার দিকে নিশ্চিত করেছে যে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা (জিএসএফ) নামের এই বহরের ৪৯৭ জন অংশগ্রহণকারীর মধ্যে ২২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে বেশ কিছু মালয়েশীয় নাগরিকও আছেন। আটককৃতদের মধ্যে জনপ্রিয় গায়িকা জিজি কিরানাও রয়েছেন। ইসরাইল দাবি করেছে, তাদের জাহাজটি গাজা থেকে ১০০ কিলোমিটার দূরে একটি ‘রেড জোন’ বা নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করেছিল।

 

গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরাইলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় ৪৪টি নৌযানে ৫০০ মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্দলা ম্যান্ডেলাও আছেন।

 

আরও পড়ুন: ইসরাইলি বাহিনীর হাতে আটকের সময় আল্লাহকে স্মরণ করলেন মালয়েশিয়ার অভিনেত্রী

 

এর আগে আটক মালয়েশীয় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়ার সময় সাহায্য চেয়ে বেশ কিছু ভিডিও প্রকাশ করা হয়।

 

এদিকে গাজার জন্য ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজ থেকে ২৩ জন মালয়েশীয়কে আটকের বিষয়ে অবহিত হওয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ইসরাইলি কমান্ডোরা মালয়েশিয়ার নাগরিকদের আটক করেছে বলে জানা গেছে।

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য তুরস্ক, মিশর এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের নেতাদের সহায়তা চাইবেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন