ইসরাইলি বাহিনী এক বার্তায় ভবন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে। ভবনটি হামাস ব্যবহার করছিল বলে দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘কিছুক্ষণ আগে আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) গাজা সিটি এলাকায় হামাসের ব্যবহৃত একটি বহুতল ভবনে আঘাত হানে।’
প্রত্যক্ষদর্শীরা ভবনটিকে সুসি টাওয়ার হিসেবে শনাক্ত করেছেন। অনলাইনে শেয়ার করা ভিডিওতে ১৫ তলা ভবনটি ধসে পড়ার দৃশ্য দেখা যাচ্ছে। টাওয়ারটিতে আঘাত হানার একটি ভিডিও ক্লিপ পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ লিখেছেন, ‘আমরা হামলা চালিয়ে যাচ্ছি’।
ইসরাইলি সেনারা জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তারা হামাসের ব্যবহৃত বলে মনে হওয়া স্থাপনাগুলো বিশেষ করে উঁচু ভবনগুলোকে লক্ষ্য করবে। শনিবার আরেকটি উঁচু ভবন খালি করার নির্দেশ দিয়েছে তারা।
আরও পড়ুন: ইসরাইলের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণে পশ্চিমা নীরবতায় কঠোর সমালোচনা ইরানের
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিস গাজার উঁচু ভবন নিয়ে ইসরাইলের দাবি প্রত্যাখ্যান করেছে। বলেছে, ‘আমরা ইসরাইলি দখলদারদের বর্বর আগ্রাসনকে ন্যায্যতা দেয়ার জন্য প্রচারিত মিথ্যাচার ও অভিযোগগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
এদিকে গাজা সিটি ছাড়াও উপত্যকার অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় গত ২৪ ঘন্টায় গাজাজুড়ে কমপক্ষে ৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৩৬২ জন আহত হয়েছেন।
এর মধ্যে ২৩ জন ত্রাণপ্রার্থী নিহত এবং ১৪৩ জন আহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৬৪ হাজার ৩৬৮ জন নিহত এবং ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: গাজাবাসীকে উচ্ছেদের পরিকল্পনা নেতানিয়াহুর, কড়া জবাব মিশর ও কাতারের
]]>