ইসরাইলি গণমাধ্যম ‘আই টোয়েন্টিফোর নিউজ’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
জেরুজালেমে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন,
আজ আমি সরকারের কাছে যুদ্ধের স্থায়ী নামকরণের প্রস্তাব জমা দিচ্ছি: মুক্তির যুদ্ধ। ৭ অক্টোবরের বিপর্যয়ের দুই বছর পর আমরা বিপর্যয় থেকে উঠে এসেছি।
নেতানিয়াহুর ভাষ্য, ‘এই নামকরণ হামাসের ভয়াবহ আক্রমণ এবং পরবর্তী যুদ্ধের পর ইসরাইলের ঘুরে দাঁড়ানোর প্রতিফলন।’
আরও পড়ুন: সচল হলো গাজার বেকারি, দিনে তৈরি হচ্ছে ৩ লাখ রুটি!
ইসরাইলি সরকার যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের শিগগিরই ‘বীরত্বের খেতাব’ দেবে বলেও জানান নেতানিয়াহু।
তিনি আরও বলেন, ‘আগের যুদ্ধগুলোর মতো, এই অলঙ্করণগুলোর আনুষ্ঠানিক নাম মুক্তির যুদ্ধ থাকবে। আমরা নতুন শক্তি নিয়ে উঠেছি, আমাদের শত্রুদের প্রতিহত করেছি এবং ইরানি অক্ষের অস্তিত্বগত হুমকি দূর করেছি।’
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার গাজায় ইসরাইলি সেনাবাহিনী ফের হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যমগুলো। এতে হতাহতেরও খবর পাওয়া গেছে।
]]>
৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·