রন ডার্মারের কথায়, ‘মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি দুর্বলতা থেকে আসে না, বরং বিজয় থেকে আসে। রিয়াদের সঙ্গে সম্পর্কের রাস্তা রাফাহের মধ্যদিয়ে গেছে। দক্ষিণ গাজার ওপর ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণ সৌদি-ইসরাইলি সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ খুলে দেবে।
হিব্রু ভাষায় প্রকাশিত ইসরাইলি সংবাদমাধ্যম মারিভের মতে, গত সোমবার (২৮ এপ্রিল) রাতে জেরুসালেমে জিউইশ নিউজ সিন্ডিকেট (জেএনএস)-এর বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ডার্মার। সেখানে তিনি বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলেন, বিশেষ করে সিরিয়া ও লেবাননের পরিস্থিতি, উপসাগরীয় দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ও গাজায় যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে।
ডার্মার বলেন, সরকার খুব শিগগির হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে এবং জিম্মিদের ফিরিয়ে আনবে। তিনি বলেন, ‘এখন থেকে ১২ মাস পর মধ্যপ্রাচ্যজুড়ে ইসরাইলের সাত-ফ্রন্টের যুদ্ধ শেষ হবে এবং ইসরাইল জয়ী হবে।’
আরও পড়ুন: জেরুজালেমে দুর্ঘটনার কবলে নেতানিয়াহুর গাড়িবহর
ডার্মার আরও বলেন, সিরিয়ায় বাশার আল-আসাদের সরকার জানত না যে, তার সমাপ্তি নিকটবর্তী। গত ডিসেম্বরে তাকে ক্ষমতাচ্যুত করার পরপরই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হয়েছিল তার মধ্যে একটি ছিল, ইরান থেকে সিরিয়ায় অস্ত্র স্থানান্তর পথ বন্ধ করা।
ডার্মার আরও জানান, তিনিই লেবাননে যুদ্ধবিরতি উদ্যোগের প্রস্তাব করেন যাতে ইসরাইল পরিস্থিতি নিয়ন্ত্রণের অবস্থানে থাকে এবং ভবিষ্যতে হিজবুল্লাহকে পুনরায় যুদ্ধ শুরু করতে না পারে। তিনি বলেন, তার দেশ উত্তরাঞ্চলে একটি নতুন কৌশলগত বাস্তবতা আরোপ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
এর আগে গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার বিশ্বাস, সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। গত শুক্রবার (২৫ এপ্রিল) টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সোদি আরব আব্রাহাম চুক্তিতে যাবে।
আরও পড়ুন: আব্রাহাম চুক্তিতে যোগ দেয়ার মার্কিন প্রস্তাবে সিরিয়ার ‘না’
ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ দিকে এই চুক্তি সামনে আনেন। সেই সময় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। দ্বিতীয় মেয়াদে সৌদি ও ইসরাইলের হাত মিলিয়ে দিতে জোর চেষ্টা শুরু করেছেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি ঘটবেই। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, আগামী মে মাসেই সৌদি সফরে যাবেন ট্রাম্প। তার ওই সফরেই সৌদি কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও জেএনএস