গাজা যুদ্ধ নিয়ে আশার বাণী শোনালেন ট্রাম্প

৫ দিন আগে
গাজা যুদ্ধের অবসান ও জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের দুইদিন আগে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে রাইডার কাপ গল্ফ টুর্নামেন্টে যাওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হতে যাচ্ছে। আমার মনে হয় এটি এমন একটি চুক্তি যা জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে এবং যুদ্ধেরও অবসান ঘটাবে।’

 

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) গাজা যুদ্ধ নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হবে।

 

গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরষিদের অধিবেশনের ফাঁকে গাজা যুদ্ধের অবসানের লক্ষ্যে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ট্রাম্প। ওই বৈঠকে ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তারা একটি ২১ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন।

 

আরও পড়ুন: ইসরাইল বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে

 

জানা গেছে, এই পরিকল্পনায় সব জিম্মির মুক্তি ও স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া গাজায় হামাসবিহীন শাসনব্যবস্থার কাঠামো এবং ধীরে ধীরে গাজা উপত্যকা থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের প্রস্তাবও এতে রয়েছে।

 

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের কর্মকর্তাদের কাছে ওই প্রস্তাবটি পাঠানো হয়।

 

বৈঠকে অংশ নেয়া আরব ও মুসলিম বিশ্বের নেতারা এই পরিকল্পনার বড় একটি অংশকে সমর্থন করেছেন বলে জানা গেছে। তবে তারা কিছু সংশোধনী ও নতুন শর্ত যুক্ত করার প্রস্তাবও দিয়েছেন বলে দুই আঞ্চলিক কূটনীতিক জানিয়েছেন।

 

আরও পড়ুন: নেতানিয়াহুর দাবি / যেসব নেতা প্রকাশ্যে আমাদের নিন্দা করেন, তারা গোপনে ধন্যবাদ দেন

 

ইসরাইলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এখনও প্রায় ৪৮ জিম্মি হামাসের হাতে আটক রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হয়।

 

অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুযায়ী, ইসরাইলের হামলায় গাজায় ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও দেড় লাখের বেশি মানুষ  আহত হয়েছেন। এছাড়া গাজার বেশিরভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত  করেছে ইসরাইলি বাহিনী।

]]>
সম্পূর্ণ পড়ুন