মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরাইলি ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি।
ট্রাম্প জানান, জবাব দেয়ার জন্য হামাস প্রায় তিন বা চার দিন সময় পাবে।
আরও পড়ুন:ট্রাম্পের গাজা পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কিন্তু পেরোতে হবে যেসব বাধা
এ সময় ট্রাম্প সতর্কবার্তা জানান যে, হামাস রাজি হবে অথবা রাজি হবে না। যদি রাজি না হয় তাহলে খুব খারাপ পরিণতি হবে।
শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সুযোগ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, খুব বেশি নয়।
গতকাল প্রকাশিত ট্রাম্পের পরিকল্পনায় ৭২ ঘন্টার মধ্যে সমস্ত জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং উপত্যকাকে নিরস্ত্রীকরণ করে একটি অন্তর্বর্তীকালীন, প্রযুক্তিগত সরকারের কাছে হস্তান্তর করা হবে। যেসব হামাস সদস্য তাদের অস্ত্র ত্যাগ করবে তাদের সাধারণ ক্ষমা দেয়া হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করার সময় তার ২০-দফা প্রস্তাবটির ঘোষণা দেন। যা এখনও একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।
আরও পড়ুন:ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানাল ফিলিস্তিন
সূত্র: দ্য টাইমস অব ইসরাইল
]]>