গাজা দখলে ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

২ ঘন্টা আগে
গাজাকে জাতিগতভাবে নির্মূল করা এবং যুক্তরাষ্ট্রের গাজার মালিকানা নেয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ মানুষ। এ সময় ট্রাম্পকে সতর্ক করে তারা প্যালেস্টাইন ‘ইজ নট ফর সেল’ বলে স্লোগান দিতে থাকেন। খবর আলজাজিরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিবাদ করেন এবং ট্রাম্প প্রশাসনকে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান।

 

এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং ইসরাইলি নৃশংসতার নিন্দা করেন।

 

আরও পড়ুন:অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র


বিক্ষোভে অংশ নেয়া একজন কর্মী মাইকেল শির্টজার বলেন, ‘আমেরিকানরা চায় না যে তাদের করের টাকা ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক।’


গাজায় জাতিগতভাবে নির্মূলে ট্রাম্পের প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করেন শির্টজার।


তিনি বলেন, ‘ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না। তারা সেই দেশের আদিবাসী। মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলা উপনিবেশবাদী মানসিকতা।’


এর আগে মঙ্গলবার ওয়াশিংটন সফররত ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্র দখল করবে বলে জানান। এছাড়া গাজাকে নতুন করে গড়ে তোলার ঘোষণাও দেন ট্রাম্প। 

 

এজন্য ফিলিস্তিনিদের অন্য কোনো দেশে পুনর্বাসিত করার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

আরও পড়ুন:গাজা দখলের ঘোষণা ট্রাম্পের, কড়া জবাব সৌদি যুবরাজের

]]>
সম্পূর্ণ পড়ুন