সাইদুর রহমান বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের আ. রশিদ হাওলাদারের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকৌশলী সাইদ অফিসের কাজ শেষে মোটোরসাইকেলে বরিশালে যাচ্ছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
আরও পড়ুন: গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৪
সাইদুরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে জানান জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সালাম জানান, মোটোরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইদুল রহমান মারা যান। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।