গাছের ডাল ভেঙে শিক্ষকের মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু

৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের তাড়াশে ঝড়ের সময় বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে চাপা পড়ে আরশেদুল ইসলাম রিন্টু নামের স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

নিহত স্কুল শিক্ষক আরশেদুল ইসলাম রিন্টু সোনা পাতিল গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছেলে ও সোনা পাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ জুন) রাতে ঝড় ও বৃষ্টিপাত শুরু হলে ওই শিক্ষক ঝড়ের মধ্যে তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে ফিরছিলেন আরশেদুল ইসলাম রিন্টু। এ সময় সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে আকস্মিকভাবে একটি ইউক্যালিপটাস গাছের ডাল তার মাথার উপর ভেঙে পড়ে। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

 

আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ বলেন, ঈদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে হতবাক ও ব্যাথিত করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন