নিহত স্কুল শিক্ষক আরশেদুল ইসলাম রিন্টু সোনা পাতিল গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছেলে ও সোনা পাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (৬ জুন) রাতে ঝড় ও বৃষ্টিপাত শুরু হলে ওই শিক্ষক ঝড়ের মধ্যে তাড়াশ সদর থেকে মোটরসাইকেল যোগে তাড়াশ সলঙ্গা আঞ্চলিক সড়ক ধরে নিজ বাড়িতে ফিরছিলেন আরশেদুল ইসলাম রিন্টু। এ সময় সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে আকস্মিকভাবে একটি ইউক্যালিপটাস গাছের ডাল তার মাথার উপর ভেঙে পড়ে। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ বলেন, ঈদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে হতবাক ও ব্যাথিত করেছে।
]]>