গাছের ডাব নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

৩ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়ির গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

নিহত ফারুক খোকা (২৮) মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী এলাকার মৃত জাহের আলীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে দুপুর দুইটার দিকে বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে আক্তার হোসেন ও তার ছোট ভাই ওমর ফারুক খোকার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আক্তার হোসেন উত্তেজিত হয়ে ছোট ভাইকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই খোকার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: মুরগির পশম ছাড়ানোর মেশিনের বৈদ্যুতিক তারে হাত, প্রাণ গেল আলাউদ্দিনের

 

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন।

 

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে জেনেছি, গাছের ডাব পাড়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে।’

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদুল হাসান খান জানান, ‘আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্ত বড় ভাই পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

]]>
সম্পূর্ণ পড়ুন