গাছে ধাক্কা দিয়ে বাড়িতে ঢুকে গেল ট্রাক, স্বামী-স্ত্রী আহত

৪ দিন আগে
দিনাজপুরের কাহারোলে ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েছে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী আহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, রাত পৌনে ১২টার দিকে একটি ডাম্প ট্রাক বালু ফেলে গন্তব্যে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে ট্রাকটি রাস্তাসংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ওই বাড়ির মালিক সুজন ও তার স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন।


এ ঘটনায় স্বামী ও স্ত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় চাচা নিহত, মরদেহ দেখতে যাওয়ার পথে ভাতিজির মৃত্যু


আহত ইসমত আরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।


তিনি জানান, বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন