রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার স্বরূপকাঠি-আমড়াঝুড়ি সড়কের সেহাংগল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম (২৩) উপজেলার পানাউল্লাহপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। এই তথ্য নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বনি আমিন।
আরও পড়ুন: কক্সবাজারে ক্যাভার্ডভ্যানচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তামিম মোটরসাইকেলে এক আত্মীয়ের সঙ্গে নেছারাবাদ থেকে আমড়াঝুড়ি খেয়াঘাটের দিকে যাচ্ছিলেন। সেহাংগল গ্রামে রাস্তার পাশে গাছ কাটার জন্য বিছানো আড়াড়ি রশিতে মোটরসাইকেলের ড্রাইভার মাথা নিচু করে পার হতে পারলেও পিছনে বসা তামিম আটকে পড়েন এবং সড়কে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।