বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে মূর্তিসহ গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা র্যাব ক্যাম্পের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর, সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।
আরও পড়ুন: মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
মূর্তিটি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকারকে (৩০) গ্রেফতার করে।
র্যাব জানায়, উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদফতরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিকভাবে আসল কষ্টিপাথরের মূর্তি বলে জানা গেছে।