মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের একটি গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুল ইসলাম সাবু সরকারি চাল সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান ও গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রওশানুল কাওসার।
আরও পড়ুন: পাবনায় বিএনপি নেতার বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণ, আহত ৫
এ সময় অভিযান চালিয়ে সাদা বস্তায় ৫০ কেজির ১১৯ বস্তা প্রায় ৬ মে. টন চাল এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩৪ টি খালি বস্তা জব্দ করেন। অভিযানের সময় অবৈধভাবে চাল কেনা ও মজুত করার অভিযোগে শাহাবুল ইসলাম সাবু'কে আটক করা হয়।
শাহাবুল ইসলাম সাবু কামারদহ ইউনিয়নের খাদ্যবান্ধব চালের ডিলার ফয়জুল ইসলামের ডিলারি জোরপূর্বক পরিচালনা করে আসছে। তিনি সাধারণ সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ না করে নামমাত্র টাকা দিয়ে তাদের বিদায় করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।
আরও পড়ুন: ছেলের অপরাধে জনসম্মুখে দুই মায়ের নাকে খত দিলেন বিএনপি নেতা
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম জানান, জব্দকৃত চাল ও আটক শাহাবুল ইসলাম সাবুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।