গাইবান্ধায় মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য আটক

৪ সপ্তাহ আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দেশের আলোচিত হ্যাকার চক্রের মূল হোতা পলাশসহ মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, হ্যাকিং কাজে ব্যবহৃত ১৭টি অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র।
 

আটকৃতরা হচ্ছেন, তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা তার সহযোগী একই গ্রামের আবু বক্করের ছেলে  সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার সাইদুল ইসলাম, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটন।
 

আরও পড়ুন: ভাঙন যেন পিছু ছাড়ছে না কণিকা রানীর!
 

পুলিশ ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিয়ে আসেছিলেন। চক্রটি ফেসবুক আইডি হ্যাক করে প্রতারনা ও বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসুচির সুবিধাভোগিদের বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 

আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। পরে তাদের গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন