রোববার (১৫ নভেম্বর) দুপুরে ইসবপুর দ্বিমুখী দাখিল মাদ্রারাসার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে এলাকাবাসী ও অভিভাবকরা।
এ সময় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, মো. রায়হান মিয়া, কানন মিয়া, সাদেকুল ইসলাম, ফিরোজ মাহমুদ ও আমিনুর ইসলাম প্রমুখ।
এ সময় তারা অভিযোগ করেন, ছাত্রছাত্রীদের অভিভাবকদের ভোট ছাড়াই গোপনে ভোট দেখিয়ে কমিটি গঠন করেছেন মাদ্রাসা সুপার। এছাড়া দীর্ঘদিন থেকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি করে আসছেন। এ ঘটনায় মাদ্রাসা সুপারের দ্রুত পদত্যাগ ও নতুন করে স্বচ্ছ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তারা।
আরও পড়ুন: গাইবান্ধায় আমনের ক্ষেতে পোকার রাজত্ব, ব্যর্থ কীটনাশকও!
তারা বলেন, বিগত কয়েক বছর আগে ইসবপুর দ্বিমুখী ইসলামীয়া দাখিল মাদরাসায় সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন মুহা. রেজাউল করিম। চাকরিতে যোগদানের পর নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের অনিয়ম-দুর্নীতি সঙ্গে যুক্ত আছেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর গোপনে মাদরাসার ম্যানেজিং কমিটি করেন সুপার রেজাউল করিম। সুপারের শ্যালক মনজুরুল ইসলামকে সভাপতি করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করেন। সামনে একাধিক পদে নিয়োগ বাণিজ্যের লক্ষ্যে গোপন কমিটি গঠন করেছেন।
বিষয়টি জানতে সুপার মুহাম্মদ রেজাউলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·