মঙ্গলবার (৮ এপ্রিল) অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাসিন্দা। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে তার পরিচয় হয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলীর ছেলে।
ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায়।
আরও পড়ুন: মোবাইল দেখানোর প্রলোভনে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
ভুক্তভোগীর অভিযোগ, কনক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসী ঘাটে ডেকে নিয়ে যান। তাকে নিয়ে নৌকায় ঘুরতে নিয়ে যান। পরে সুযোগ বুঝে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও শাস্তির দাবি করেছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার এস আই আয়নাল হক বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে।
]]>