গাইবান্ধায় বিএনপির অফিসে হামলার মামলায় গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
‎গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান জসিমকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।

 

গ্রেফতার মোস্তাক আহমেদ রঞ্জু শহরের একোয়াস্টেটপাড়ার মৃত মন্টু মিয়ার ছেলে ও সাইদ হাসান জসিম শহরের মহুড়ীপাড়ার মতিন মিয়ার ছেলে।

 

আরও পড়ুন: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯

 

‎ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের একোয়াস্টেটপাড়ার মোস্তাক আহমেদ রঞ্জুর নিজ বাসা থেকে তাকে ও সাইদ হাসান জসিমকে গ্রেফতার করা হয়।

 

‎তিনি আরও বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার তারা এজাহার ভুক্ত আসামি। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন: দেশীয় অস্ত্রসহ অশ্লীল নৃত্য, কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য গ্রেফতার

 

জানা যায়, গেল বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে সদর থানায় মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার। মামলায় সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন