শুক্রবার (২ মে) বিকেলের দিকে উপজেলার ভাতগ্রামের হাতি চামটার ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। অপহৃত তরিকুল ইসলাম ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্বজনরা জানায়, তরিকুল ইসলাম পেশায় একজন পল্লী চিকিৎসক। এছাড়া মসজিদের ইমামতি করেন। স্থানীয় ভাতগ্রাম বাজারে তার দোকান রয়েছে। শুক্রবার বিকেলের দিকে তরিকুল ইসলাম মোটরসাইকেলযোগে তার দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাতগ্রামের হাতি চামটার ব্রিজ ওপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে পথরোধ করেন। এ সময় তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক তরিকুলকে অটোভ্যানে তুলে নিয়ে যায়। তখন থেকে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ তথ্য নিশ্চিত করে শনিবার (৩ মে) বিকালে অপহৃত তরিকুল ইসলামের ছোট ভাই হিরু মিয়া বলেন, দক্ষিণ সন্তোলা গ্রামের রেজাউল করিমের ছেলে সুমন মিয়া গংরা দীর্ঘদিন ধরে শত্রুতা পোষণ করে আসছিলেন। এরই জেরে শুক্রবার বিকেলে তরিকুল ইসলামকে অপহরণ করেছে তারা। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত তাকে উদ্ধারের দাবি করেন হিরু মিয়া।
আরও পড়ুন: গাইবান্ধায় ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার জানান, তরিকুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।