গাইবান্ধায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক আপেলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মরদেহ নদীর চোরা বালি থেকে উদ্ধার হয়।


মৃত স্কুলছাত্র আপেল উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি গ্রামের কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন: গাইবান্ধায় বাসচাপায় নারী নিহত

এলাকাবাসী সূত্রে জানা যায়,  প্রচণ্ড তাপদাহ থেকে প্রশান্তি পেতে দুপুরে বন্ধুদের সঙ্গে আপেল করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া না গেলে রংপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়। পরে রংপুরে ডুবুরি দল এসে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে।


গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের টিম লিডার আতিকুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন