শুক্রবার রাতের আঁধারে পাচারের সময় স্থানীয় জনতা সন্দেহভাজন তিনটি ট্রাক্টর আটক করে, যার প্রতিটিতে ৩৫টি করে মোট ১০৫টি ব্লক ছিল।
এ ঘটনায় সাঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে পরদিন শনিবার (৩ মে ) দুপুরে সাঘাটা থানায় মামলা দায়ের করেন । মামলা নং ৪।
আরও পড়ুন: ময়মনসিংহে ঋণ দেয়ার আশ্বাসে ৮২ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক আটক
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম জানান, এ ঘটনায় ৬ জন কে গ্রেফতার করা হয়েছে । বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
মামলার বাদী ও স্থানীয় ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরেই নদী রক্ষা প্রকল্পের ব্লক রাতের আঁধারে চুরি হচ্ছে বলে অভিযোগ শুনে জনতার সহযোগিতায় তিনটি ট্রাক্টর হাতেনাতে ধরা সম্ভব হয়েছে।”