মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়া পাড়ার ঘাঘট নদী থেকে ওই শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসমিন আরা নাজ গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এনএইচ মর্ডান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানায়, ঘাঘট নদীতে ওই শিক্ষিকার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। কর্মস্থল ও এলাকায় তিনি শান্ত-শিষ্ট স্বভাবের শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মী শিক্ষক, ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী জানান, কিছুদিন থেকে মানসিকভাবে বিচলিত শিক্ষিকা তাসমিন মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুপুরের দিকে তার বাড়ি অদুরে ঘাঘট নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আরও পড়ুন: মাদারীপুরে ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধা সদর থানার পরিদর্শক (অপারেশন) আবু ইকবাল পাশা জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।