গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোবাইক চালক নিহত

৩ সপ্তাহ আগে
গাইবান্ধা জেলা শহরে ছিনতাইকারীর ধারালো ছুরিকাঘাতে আনিস মিয়া ঠান্ডা (৩৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে জেলা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তিনি মারা যান।


নিহত আনিস মিয়া ঠান্ডা গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। দীর্ঘ দিন থেকে গাইবান্ধা শহরে পত্রিকা বিক্রয়ের পাশাপাশি অটোবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আনিস শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে কয়েকজন অপরিচিত যাত্রী নিয়ে স্টেডিয়ামের দিকে যান। ভোরে এক পথচারী তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আরও পড়ুন: কালীগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম


ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও বুকে আঘাত করে অটোবাইকটি নিয়ে চলে যায়।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল হক তালুকদার বলেন, ‘এখনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন