মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের তিন সদস্যের একটি টিম আকস্মিক এ অভিযান পরিচালনা করে।
উপজেলা কার্যালয়ের বিভিন্ন প্রকল্পের তথ্য সংগ্রহ শেষে উপজেলার চৌধুরীপাড়া গণ পাঠাগার, উড়িয়া হাওয়া ভবন একতা যুব সংঘ, কাঠুর কমিউনিটি ক্লিনিকের ছাউনি নির্মাণসহ কাজ না করে দুর্নীতির অভিযোগ ওঠা বিভিন্ন প্রকল্প মাঠ পর্যায়ে পরিদর্শন করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এলজিইডিতে দুদকের অনুসন্ধান
দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রায়হান বকশী জানান, বিগত তিন অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে এ অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিক তদন্তে একাধিক প্রকল্পের অর্থ লোপাটের সত্যতা পাওয়া যাচ্ছে।