গাইবান্ধায় জেলা বারের সাবেক পিপি গ্রেফতার

১ দিন আগে
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।


শুক্রবার (৯ মে) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন: রাজবাড়ীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার


জুলাই আন্দোলনের সময় ১৭ জুলাই ও ৪ আগস্ট গাইবান্ধা জেলা বিএনপি অফিস ও যুবদল অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ এনে গত বছরের ২৬ আগস্ট দুটি মামলা দায়ের হয়। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন