জানা গেছে, গলায় লিচু আটকে যাওয়ায় ৩ বছর বয়সী সিয়াম আলীর মৃত্যু হয়েছে। এছাড়া সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে এক যুবকেরও মৃত্যু হয়েছে।
বিকেলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে সিয়াম আলী নামে তিন বছর বয়সী এক শিশু বিচিসহ লিচু খেয়ে ফেলে। পরে তার শ্বাস নিতে তা আটকে যায়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। সিয়াম উপজেলার দুওসুও ইউনিয়নের সাদুবান্ধা গ্রামের দুলাল হোসেনের ছেলে।
আরও পড়ুন: অপরিপক্ক লিচু খেলে কী বিপদ ঘটে শরীরে?
এরআগে, ভোরে উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে নিজ বাড়িতে সাপের কামড়ে জামাল উদ্দীন প্রাণ হারান। তিনি ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে। স্থানীয়দের তথ্যমতে, সাপে কাটার পর তাকে হাসপাতালে না নিয়ে ওঝার মাধ্যমে চিকিৎসা দেয়ার চেষ্টা চলে। এতে তার মৃত্যু হয়।
]]>