গরুর ঘাস আনতে গিয়ে বজ্রপাতে নিহত নারী

৩ সপ্তাহ আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেফালী বেগম ওই এলাকার সোহরাব হোসেন বেপারীর স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সেফালী বেগম নামের ওই নারী তাদের গৃহপালিত গরুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

 

আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বেপারী বলেন, ওই নারী তার গরুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন। তখন বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন।

 

আরও পড়ুন: হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

 

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। বর্তমান তার মরদেহ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন