গরমে কেমন হবে পূজার সাজ

৩ দিন আগে
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গা পূজা উৎসব। আর এ উৎসবে আপনিও সেজে উঠতে পারেন পূজার সাজে। শতভাগ বাঙালিয়ানা আর দেশের সংস্কৃতিকে ধারণ করে সেজে উঠতে পারেন নতুন রূপে।

সনাতন ধর্মে দেবীর দুর্গার শক্তি মর্ত্যলোকে অবস্থান করে দুর্গাপূজার সপ্তমী তিথিতে। তাই এদিন থেকেই মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার প্রতীকী দর্শন পেতে ভিড় জমায় ভক্তরা। অন্য ধর্মের অনুসারীরাও এ উৎসবে সামিল হন। একে অন্যের সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্কে মেতে ওঠে সবাই। 

 

তাই পূজার সাজে তৈরি হতে সপ্তমী থেকে দশমী পর্যন্ত সকাল ও রাতের সাজে ভিন্নতা রাখুন। যেহেতু এখন আশ্বিন মাসের গরমে নাজেহাল অবস্থা, তাই পূজার সাজ যেন অস্বস্তির কারণ না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখুন। আসুন এক নজরে জেনে নিই, পূজার সাজের কিছু টিপস-

 

১। পূজার দিনের সকালের শুরুটা করতে পারেন সালোয়ার-কামিজ পরে। সঙ্গে হালকা সাজ, অবশ্যই চুল বাঁধার ধরনে স্বস্তিকে প্রাধান্য দিন। আবহাওয়ার অনুযায়ী, এ সময় পনিটেইল, খোঁপা কিংবা বেণি করলে বেশি আরাম পাবেন। শারদীয় সাজের লুক পেতে চাইলে চুলে দুই-একটি ফুলও গুঁজে নিতে পারেন।

 

২। দুপুরে সুতির পোশাকে নিজেকে সজীব ও স্নিগ্ধ রাখুন। চাইলে শাড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপ করুন। ত্বকের সঙ্গে মিলিয়ে মেকআপ করার চেষ্টা করুন। হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন। চুল খোঁপা করে ফুল দিতে পারেন।

 

 

৩। রাতে একটু জমকালো সাজতে চাইলে বেছে নিন সিল্ক, কাতান, বেনারসি শাড়ি অথবা গাউন থ্রি-পিস। রাতের সাজে প্রাধান্য দিতে পারেন ভারী মেকআপ। 

 

চোখের সাজে মোটা করে কাজল, মাশকারা, আইলাইনারে প্রাধান্য দিন। অথবা চোখে দিতে পারেন স্মোকি লুক। মনে রাখবেন, চোখের সাজ ভারী হলে ঠোঁটে লিপস্টিকের রং হালকা বেছে নিন। গালে হালকা গোলাপি ব্লাশন দিতে পারেন।

 

আরও পড়ুন: ঝটপট বাড়িতে গ্লামার মেকআপ কীভাবে করবেন?

 

রাতে সূর্যের তাপ না থাকায় চুল খোলা রাখতে পারেন। শাড়ির সঙ্গে মিলিয়ে চুলে ফুল, কপালে টিপ ও হাতে চুড়ি পরতে পারেন। পোশাকের সঙ্গে মিল রেখে পরতে পারেন মানানসই গয়নাও। 

 

আরও পড়ুন: ছোট চোখ বড় দেখাবে সহজ ৮ উপায়ে

]]>
সম্পূর্ণ পড়ুন