গরমে অতিষ্ঠ রাজশাহী, তাপমাত্রা ৪০ ডিগ্রি

১ দিন আগে
মাঝারি তাপপ্রবাহে বিপর্যস্ত বরেন্দ্র অঞ্চলের মানুষের জনজীবন। শুক্রবার (৯ মে) দুপুর ২ টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিন বিকেল ৩ টায় ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৩৯ শতাংশ।

রাজশাহী আবহাওয়া অফিস বলছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং কমছে বাতাসের আদ্রতা। তবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে আসা সম্ভাবনা রয়েছে।


তাপপ্রবাহের ফলে রাস্তা ঘাটে লোকজনের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না মানুষ। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তি পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও পথচারীরা। তারা বলছেন, তাপদাহের কারণে সাধারণ মানুষের আনাগোনা কম। তাই ঠিক মতো কাজ পাচ্ছেন না তারা।

আরও পড়ুন: মৌসুমের সর্বোচ্চ ৪১.২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা

এ গরমে বৃদ্ধ ও শিশুরাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত কয়েকদিন ধরে রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করলেও শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন