গম্ভীরকে বরখাস্ত করার প্রশ্নে যা বললেন গাঙ্গুলি

১ সপ্তাহে আগে
কলকাতা টেস্টে হারের পর আলোচনায় ইডেন গার্ডেন্সের উইকেট। স্পিনিং উইকেট বানিয়ে প্রোটিয়াদের কুপকাত করার পরিকল্পনা থাকলেও নিজেদের পাতা ফাঁদেই ধরা খেয়েছে ভারত। এই হারের পর ভারতীয়দের স্পিন বলার খেলার দক্ষতার পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের দল পরিচালনাও প্রশ্নের মুখে পড়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া ভারত এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও একই শঙ্কায়।

গৌতম গম্ভীর ভারতের কোচের দায়িত্ব নেয়ার পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজেই নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। অস্ট্রেলিয়ায় গিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফিও খুইয়ে এসেছে তার দল। তবে ইংল্যান্ডে গিয়ে অ্যান্ডারসন-গাভাস্কার ট্রফি ড্র এবং দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে সমালোচকদের মুখ বন্ধ করতে পেরেছিলেন গম্ভীর।


কিন্তু ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে যাওয়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন গম্ভীর। তার অধীনে এই স্বল্প সময়েই ভারতীয়রা ঘরের মাঠে চারটি টেস্ট হেরেছে। ঘরের মাঠে এমন বাজে রেকর্ডের পরও অবশ্য সমর্থন পাচ্ছেন তিনি। ভারতের সাবেক অধিনায়ক ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে, এখনই কোচ গম্ভীরকে সরানোর প্রশ্নই আসে না।


তিনি বলেন, ‘এই মুহূর্তে গৌতম গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই ওঠে না।’ ইংল্যান্ডে ভালো ব্যাটিং পিচে কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিলের 'অসাধারণ' পারফরম্যান্সের প্রশংসাও করেন তিনি।


আরও পড়ুন: রোহিতকে সরিয়ে ওয়ানডের রাজা এখন মিচেল, সুখবর পেলেন বাভুমাও


গাঙ্গুলি বলেন, ‘গৌতম কোচ হিসেবে ও শুভমান ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডে দারুণ করেছে, আর আমি বিশ্বাস করি, তারা ভারতেও ভালো করবে।’


এই আলোচনায় কলকাতা টেস্টের উইকেট নিয়েও কথা বলেছেন তিনি। গিলের ইনজুরিতে ভারত একজন কম নিয়ে খেললেও হারের জন্য উইকেটকেই দায় দিয়েছেন গাঙ্গুলি। জানিয়েছেন, দেশে টেস্টের আগে পিচ প্রস্তুত করার ক্ষেত্রে কী স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিউর (এসওপি) মানা হয়, এবং কীভাবে ম্যাচ শুরুর চার দিন আগে বিসিসিআইয়েরর কিউরেটররা পিচের দায়িত্ব নিয়ে নেন।


গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয়েছিল পিচের চরিত্র ঠিক করতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি তার মতামত বা অভিজ্ঞতা চায়? জবাবে তিনি বলেন, ‘না, না, আমি একদমই জড়িত থাকি না। টেস্ট শুরুর চার দিন আগে বিসিসিআইয়ের কিউরেটররা এসে উইকেটের দায়িত্ব নিয়ে নেন। আমাদের নিজস্ব কিউরেটর (সুজন মুখার্জি) আছেন, যিনি দীর্ঘদিন ধরে অসাধারণ কাজ করছেন। দল যা অনুরোধ করে, আমরা সেই অনুরোধই রাখার চেষ্টা করি—এটাই নিয়ম।’


আরও পড়ুন: অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস


গাঙ্গুলি স্বীকার করেন, ইডেনের উইকেট ‘সেরা’ ছিল না, এবং ভারতীয় ব্যাটারদের আরও ভালো ব্যাটিং-সহায়ক পিচ প্রাপ্য।


তিনি বলেন, ‘উইকেটটা খুব ভালো ছিল না—এটা সম্পূর্ণ স্বীকার করছি। ভারতের টপ-অর্ডার, মিডল-অর্ডার—ওরা আরও ভালো ক্রিকেটীয় সারফেস ডেজার্ভ করে। তিন দিনই ইডেনে  হাউসফুল ছিল, আর আমি বিশ্বাস করি গৌতম গম্ভীর ও তার দল ভারতের মতো জায়গায় আরও ভালো উইকেটে খেলা উচিত।’

]]>
সম্পূর্ণ পড়ুন