গভীর রাতে বাজারে ডাকাতদলের হানা

১১ ঘন্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট বাজারে গভীর রাতে ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালিয়ে কয়েকজনকে বেঁধে মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার ইন্দেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ডাকাতদল বাজারে এসে পাহারাদারদের বেঁধে ফেলে এবং রাস্তায় চলাচলরত কয়েকজন পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা বাজারের স্বর্ণকার পট্টির মেঘলা জুয়েলার্সের দুটি তালা ভেঙে ডাকাতির চেষ্টা চালায়।

 

আরও পড়ুন: স্পিডবোটে এসে বাজারে ডাকাতি, ৮ দোকান খালি

 

এ সময় পাশের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ডাকাতদলের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা হইচই শুরু করে। পরিস্থিতি খারাপ বুঝে ডাকাতরা একটি পাওয়ারফুল ইঞ্জিনচালিত ট্রলারে করে সন্ধ্যা নদী হয়ে পাশের বানারীপাড়া উপজেলার দিকে পালিয়ে যায়।

 

বাজার কমিটির সভাপতি ও সোহাগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রশিদ বলেন, ডাকাতদল অস্ত্র নিয়ে এসেছিল। তারা পাহারাদারদের বেঁধে ফেলে এবং পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নেয়। পরে স্বর্নকারপট্রির দু'টি দোকানের তালা ভেঙ্গে ডাকাতির চেষ্টা চালায়। এসময় স্থানীয়দের ডাকচিৎকারে ডাকাতদল পালিয়ে যায়। অল্পের জন্য বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে গেছেন ব্যবসায়িরা।

 

আরও পড়ুন: সন্ধ্যা নামলেই আতঙ্ক, ডাকাতির 'হটস্পট' সিরাজগঞ্জের রানীরহাট-বেড়খালি সড়ক


নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, গভীর রাতে ডাকাতদল বাজারে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন