বুয়েট উপাচার্যের দফতরে গত ১২ জুলাই এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ হাসিব চৌধুরী, এবং রিসার্চ অ্যান্ড ইনভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- বুয়েটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।
সিঙ্গার বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, মানব সম্পদ পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এবং ফ্যাক্টরি ডিরেক্টর হাকান অলতিনিসিক। এছাড়াও দুই প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এই সমঝোতা স্মারক শিল্প ও একাডেমিয়ার মধ্যে একটি কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে গবেষণা ও উন্নয়ন খাতে যৌথ উদ্যোগ এবং উদ্ভাবনী প্রকল্পে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি, এটি বাংলাদেশের ভবিষ্যৎ পেশাজীবীদের দক্ষতা ও জ্ঞানের উন্নয়নে সহায়ক হবে।
আরও পড়ুন: সিঙ্গার বিডিতে বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য ১০ শতাংশ অতিরিক্ত ছাড়