রোববার (২২জুন) বিকেলে পাগলা থানা পুলিশ নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের প্রতিবেশী জনৈক ওয়াসিম খানের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলিফ খান ওই গ্রামের কানন খানের ছেলে। সে স্বল্পছাপিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের স্বল্প ছাপিলা গ্রামের কানন খানের ছেলে শিশুপুত্র আলিফ খান গত বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি কর।
আরও পড়ুন: তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে সড়কে ঝরল ১১ প্রাণ
রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে প্রতিবেশী ওয়াসিম খানের কচুরিপানাযুক্ত পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে প্রতিবেশীরা পরিবারের লোকজনকে ও থানা পুলিশে খবর দেন। পরে পাগলা থানা পুলিশ জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘পাঁচ দিনে শিশুটির মরদেহ গলতে শুরু করেছে। আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছি। এ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’