গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ অন্তর্বর্তী সরকার শোধ করেছে: পান্না

২ সপ্তাহ আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, গত সরকারের ৮০০ মিলিয়ন ডলার ঋণ ছিল। যা গত সরকার পরিশোধ করেনি। এই সরকার শোধ করে দিয়েছে।

শনিবার (৩ মে) দুপুরে জামালপুরের মেলান্দহ বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।


তিনি বলেন, একটি ভঙ্গুর অবস্থা থেকে দেশকে ফিরিয়ে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার।


জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল মঞ্জু, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, সাবেক সচিব এ কে এম এহসানুল হক, সাবেক সচিব তাজুল ইসলাম, সাবেক সচিব ফরিদুল ইসলাম, বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুরুল কবীর মুঞ্জু,মেলান্দহ উপজেলা জামায়াতের সাবেক আমির মুজিবুর রহমান আজাদী।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সফরের মধ্যেই কাতারের সব ঋণ পরিশোধ


বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের সহযোগিতায় শনিবার থেকে মেলান্দহ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুটি বাস সার্ভিস মেলান্দহ-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত চলাচল করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন