গণভোটের খরচে পেঁয়াজ সংরক্ষণাগার স্থাপন বেশি প্রয়োজন: তারেক রহমান

২ সপ্তাহ আগে
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে ইচ্ছেমতো দাবি আদায় এবং বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টাকারীরা রাজনৈতিক বিপর্যয় ডেকে আনছে বলে হুঁশিয়ার করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলেচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

 

তারেক রহমান বলেন, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু দল জনগনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সরকারকে হুমকি না দিয়ে রাজনৈতিক দলগুলোকে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান তারেক রহমান।

 

এ সময় দেশের বেশকিছু অসংগতি তুলে ধরে গণভোটের অপ্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

 

দেশের কৃষি ও কৃষকদের বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আলু চাষিদের যে ভর্তুকি প্রয়োজন, আবদার মেটাতে গিয়ে গণভোট করতে গেলে সমপরিমাণ অর্থ ব্যয় হবে। গণভোটের চেয়ে তাই আলু চাষিদের ন্যায্যমূল্য পাওয়া বেশি প্রয়োজন। জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট উৎপাদনের চেয়ে পেঁয়াজের সংরক্ষণাগার বেশি প্রয়োজন। কিন্তু ওইসব চাষিদের কথা বলার মতো দেশে কেউ নেই, এটাই দুর্ভাগ্য।

 

আরও পড়ুন: গণতন্ত্র আবারও হুমকির সম্মুখীন: আমীর খসরু

 

তিনি জামায়াত আমিরের প্রস্তাবিত নারীদের ৫ ঘণ্টার কাজ করার বিষয়েও সমালোচনা করেন তিনি। তাকের রহমান বলেন, ৮ ঘণ্টার জায়গায় পোশাক কারখানায় যদি নারীরা ৫ ঘণ্টা কাজ করেন, তাহলে বাকি সময়ের অর্থ কে দেবে? এর মাধ্যমে কি নারীদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে না। গণভোটের চেয়ে নারীদের মধ্যে চাকরি সংকুচিত হওয়ার যে আতঙ্ক সেটি কাটানো বেশি প্রয়োজন।

 

দেশের অর্থনীতি ঘুরে দাড়াতে হলে জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার প্রয়োজন।

 

আরও পড়ুন: পতিত সরকার ওত পেতে আছে নির্বাচন বানচাল করতে: রিজভী

 

তিনি অভিযোগ করেন, নানা শর্ত জুড়ে দিয়ে কিছু দল, যারা রাজপথে আমাদের সঙ্গী ছিল তারা নির্বাচন নিয়ে জটিলতা তৈরি করছে। পতিতদের ফেরার সুযোগ তৈরি করছে। ফ্যাসিবাদী শাসনামলে গুপ্ত থাকা দলটির ছাতার নিচে পতিত ফ্যাসিস্টরা আশ্রয় নিয়েছে কি না তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন