গণপিটুনির পর মাথা ন্যাড়া করে মোটরসাইকেল চোরদের পুলিশে সোপর্দ

২ সপ্তাহ আগে
মোটরসাইকেল চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে ৩ চোর চক্রের সদস্য। তাদের গণপিটুনি ও মাথা ন্যাড়া করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামে।


স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার (৭ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামে এক বাড়িতে মোটরসাইকেল চুরির সময় তাদের ধরে ফেলে স্থানীয়রা। পরে উত্তেজিত এলাকাবাসী তাদের বেঁধে গণপিটুনি ও মাথা ন্যাড়া করে মুখে কালি মেখে দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫

আটককৃতরা হলেন জামালপুর সদর উপজেলার নান্দিনা তুলশীচর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে আক্তার উদ্দিন (৫০), একই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সুজন (৪০), মো. ফকিরের ছেলে রফিক (৩০)।


স্থানীয় বাসিন্দা সোয়েব আহসান বলেন, ‘কিছুদিন আগে আমার মোটরসাইকেলটি চুরি হয়েছে। ইদানীং দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছেই চলছে। মাঝে মাঝেই উপজেলার বিভিন্ন জায়গায়  থেকে মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে।’  

আরও পড়ুন: বরিশালে জাটকাসহ আটক ৫, আনসার সদস্য আহত

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর গ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে থানায় দিয়েছে এলাকাবাসী। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন