গণপিটুনির পর কারা হেফাজতে ইমামের মৃত্যু, প্রতিবাদে মানববন্ধন

১ সপ্তাহে আগে
গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

 

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব আনম মাসুদ হোসেন আল কাদেরী, গাজীপুর জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল কাদেরীসহ অন্যান্য নেতারা।

 

আরও পড়ুন: গাজীপুরে বলাৎকারের অভিযোগে গণধোলাই, কারাগারে ইমামের মৃত্যু

 

বক্তারা বলেন, ‘অমানবিক নির্যাতন চালিয়ে রইস উদ্দিনকে শহীদ করা হয়েছে। তার স্ত্রী থানায় মামলা দিলেও এখনও সেটি রেকর্ড করা হয়নি। মামলা গ্রহণ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন