গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন ঠেকাতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে: মুশতাক

১ দিন আগে
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন ঠেকাতে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে এক সমাবেশে এই অভিযোগ করেন তিনি।


খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণকে কেন্দ্র করে চলমান সংঘর্ষ, গুলিবর্ষণ ও নিহতের ঘটনার বিচারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের দাবিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।


এসময় বক্তারা বলেন, ধর্ষণ ও দমন পীড়নের মতো ঘটনায় পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। খাগড়াছড়ির ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত এর পাশাপাশি প্রতিবাদ সমাবেশ থেকে আট দফা দাবি তোলা হয়।


দাবিগুলোর মধ্যে রয়েছে নিহতদের প্রত্যেক পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির জন্য টেকসই সমাধান বের করা।

]]>
সম্পূর্ণ পড়ুন