মঙ্গলবার (১ জুলাই) সাভারের ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মুরাদ বলেন, যারা আজ বড় বড় কথা বলেন, তাদের অনেকেই ভুলে যান- এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে বিএনপি। ১৭ বছর গুম-খুনের শিকার হয়েও নেতা-কর্মীরা পিছু হটেনি।
আরও পড়ুন: সাংবাদিক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল
তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব না দিলে জুলাই-আগস্টের আন্দোলন সফল হত কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সফল হওয়ার মূল নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ছাত্র-জনতার সফল আন্দোলনে হাসিনা সরকারের পতন হয়েছে।
গণঅভ্যুত্থান একদিন কিংবা এক মাসের আন্দোলনের সফল হয় না মন্তব্য করে তিনি আরও বলেন, এ জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে।
আরও পড়ুন: ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার
আমতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াছেল আলী খান স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা খন্দকার আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, এনায়েরত হোসেন, আনসার আলী, খন্দকার আইয়ুব, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
]]>