গণঅভ্যুত্থানে হামলা: নোবিপ্রবির সেকশন কর্মকর্তা আটক

৪ সপ্তাহ আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেকশন অফিসার ও নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুনকে প্রক্টর অফিসে সোপর্দ করেছে শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করেছে। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।


বুধবার (৯ জুলাই) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ছাত্র থাকাকালীন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি ঢাকায় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম বিশেষ করে ২৪ এর গণঅভ্যুত্থান চলাকালীন সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আজ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রক্টর অফিসের সোপর্দ করলে অদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় তাকে যৌথবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত নোবিপ্রবি সেকশন অফিসার আব্দুল্লাহ আল মামুনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে প্রবল বর্ষণে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুন নামে একজনকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হেফাজতে দেয়ার পর তাকে সদর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা কিংবা অভিযোগ রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হব।

]]>
সম্পূর্ণ পড়ুন