সোমবার (২৮ এপ্রিল) বিকেলে রাজশাহী নার্সিং কলেজে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘যখন আমরা জনগণের পক্ষ থাকবো তখন পুলিশও আমাদের গায়ে লাঠি তুলতে পারবে না। দেশের বৃহৎ স্বার্থে আন্দোলনে এবং সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আরও পড়ুন: বর্তমান সংবিধানের অধীনে কোনো সরকার বৈধ নয়: ফরহাদ মজহার
নার্সদের উদ্দেশ্য করে ফরহাদ মজহার বলেন, ‘আমরা এমন একটা স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করবো, যা সারা বিশ্বে নজির স্থাপন করবে। একটা ফ্যাসিস্ট শক্তিকে যেহেতু আমরা উৎখাত করতে পেরেছি তাহলে আমরা পৃথিবীর সব অপশক্তি উৎখাত করতে পারবো।
এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন: সচেতন নাগরিক সমাজের সমন্বয়ক অব. মেজর আহমেদ ফেরদৌস, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা ফরহাদ হোসেন অভি।