গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলা: ২৭ মামলার আসামি ‘শীর্ষ নৌ-ডাকাত’ আক্তার গ্রেফতার

৩ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত মেঘনা নদীর শীর্ষ নৌ-ডাকাত আক্তার সরকারকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব-১১। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পেরাব এলাকা থেকে মাসুদ ওরফে শ্যুটার মাসুদকেও গ্রেফতার করা হয়। র‌্যাবের পৃথক অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি, মাদকদ্রব্য, ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ ইঞ্জিনচালিত নৌকা ও বিভিন্ন সরঞ্জাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান।

 

র‌্যাব জানায়, রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় নৌ-ডাকাত সর্দার আকতারের দেয়া তথ্য অনুযায়ী তাদের ডাকাতির কাজে ব্যবহৃত বিশেষ নৌযান এবং শ্যুটার মাসুদের কাছ থেকে গুলি ভর্তি বিদেশি পিস্তল, মাদক ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

আরও পড়ুন: মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকায় মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধভাবে বালুমহাল পরিচালনা সহ বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজি করে আসছে নয়ন, পিয়াস, আকতার বাহিনীর সদস্যরা। গত এক বছরে নদীতে কয়েক দফা গোলাগুলিতে স্থানীয় কয়েকজন তাদের হাতে খুন হন। নৌ ডাকাত আকতার বাহিনীর ভয়ে এলাকার শতাধিক পরিবার গ্রামছাড়া হয়েছেন। সম্প্রতি আকতার বাহিনীকে দমন কর‍তে সক্রিয়ভাবে তৎপরতা শুরু করে মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।

 

গত ২৫ আগস্ট বিকেলে আকতারের নেতৃত্বে নৌ ডাকাত দলের প্রায় অর্ধশত সদস্য ৪-৫ টি ট্রলারে এসে গজারিয়া পুলিশ ক্যাম্পে অতর্কিতভাবে হামলা চালায়। ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও চতুর্দিক থেকে গুলিবর্ষণ করে। পরে পুলিশ পালটা গুলি চালালে নৌ ডাকাত দল আকতার বাহিনীর সদস্যরা পালিয়ে যায়।

 

র‍্যাব-১১ অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, পরে এ ঘটনায় মামলা হলে আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় রোববার (৭ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার তিতাস থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় দুর্ধর্ষ নৌ ডাকাত দলের সর্দার আকতারকে।

 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলা, আধা ঘণ্টা ধরে তুমুল গোলাগুলি

 

তিনি জানান, আকতারের বিরুদ্ধে মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় ৪টি হত্যা, ২টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ৪টি বিষ্ফোরক, ১টি মাদক ও ১৪টি হত্যা চেষ্টাসহ মোট ২৭টি মামলা রয়েছে।

 

অপরদিকে, একই রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পেরাব এলাকায় র‍্যাবের পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সহ গ্রেফতার করা হয় দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী শ্যুটার মাসুদকে। সে সম্প্রতি সোনারগাঁয়ে ব্যবসায়ী রাকিব হাসানকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি।

 

শ্যুটার মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১টি হত্যা, ৩টি হত্যা চেষ্টা, ১টি নাশকতা, ১টি ডাকাতি ও ১টি মাদক সহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১১ অধিনায়ক এ এইচ এম সাজ্জাদ হোসেন।

]]>
সম্পূর্ণ পড়ুন